সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।



Sasthokotha, Mohammad nasim 

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ইন্তেকাল করেছে। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তার ছেলে তানভীর  শাকিল জয় গনমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে তিনি ১ম জুন শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেসালাইজড হসপিটালে ভর্তি ছিলেন। চিকিৎসকরা তার কভিড পরীক্ষা করলে পজিটিভ আসে। পরবর্তীতে তিনি কভিড নেগেটিভ হন।

 কিন্তু তার শারীরিক অবস্থার যখন উন্নতি হচ্ছিলো তখন (৪ই জুন) তার বড় ধরনের ব্রেইন স্ট্রোক হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ও নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. রাজিউল হকের নেতৃত্বে ব্রেইনের অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

পরবর্তীতে তার চিকিৎসার জন্য বিএসএমএমইউর উপাচার্য ও দেশের প্রখ্যাত নিউরোসার্জন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু তার শারীরিক অবস্থার জন্য তা সম্ভব হয়নি। আজ সকালে তার ম্যাসিভ কার্ডিয়াক এরেস্ট হয় এবং আজ ১৩জুন সকাল ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালে পাবনাতে জন্মগ্রহণ করেন। মৃত্যু কালা তার বয়স হয়েছে ৭২বছর।

Post a Comment

0 Comments