গনস্বাস্থের কীট দিয়ে দিনে ৫০ হাজার টেষ্ট করা স্বম্ভব- ডা. জাফর উল্লাহ।


সরকার যদি অনুমতি দেন তাইলে গনস্বাস্থের আবিষ্কৃত কীট দিয়ে দিনে অন্তত ৫০ হাজার টেষ্ট করা স্বম্ভব হবে বলে মন্তব্য করেছেন গনস্বাস্থ কেন্দ্রের টাষ্টি ডা.জাফর উল্লাহ চৌধুর।  





আজ সকাল ১১টায় জনস্বাস্থ্য কেন্দ্রে এক সেমিনার
অনুষ্ঠিত হয়। সেখানে গন স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী বক্তব্য রাখেন। তিনি বলেন, সরকার যদি অনুমতি দেন তাইলে তাদের আবিষ্কৃত কীট দিয়ে দিনে অন্তত ৫০ হাজার টেষ্ট করা স্বম্ভব হবে।

তিনি আরো বলেন আমলাতান্ত্রিক জটিলতার কারনে তাদের কীট অনুমোদন পেতে দেরী হচ্ছে। তাদের কীট প্রস্তুতে ৫০কোটি টাকার অর্থ সহায়তা দরকার। এই কীট সরকারকে অনেক সাহায্য করতে পারে বলেও তিনি মনে করেন।

এর আগে বংগবন্ধু মেডিকেল বিশ্ব্যবিদ্যালয়ে ৪০০ কীট পাঠানো হয়েছে তাদের কীটের কার্যকারিতা পরীক্ষা করার জন্যে। আরোও ৬০০ কীট তারা পাঠাবেন বিসএমএমইউতে।

এর আগে গনস্বাস্থ কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ড.বীজন কুমার শীল ও তার সহযোগীরা র‍্যাপিড ডট ব্লট নামক কীট আবিষ্কার করেন।

Post a Comment

0 Comments